রেলঃ স্টেশনে নেমে যেকোনো অটোরিকশাতে বা রিক্সাতে চড়ে বাস স্ট্যান্ডের দিকে আসতে থাকলে বাসস্ট্যান্ডে পৌছানোর ঠিক পূর্বে হাতের বাম দিকেই রাস্তা সংলগ্ন বিল্ডিংয়ে অফিসের নামের বোর্ড চোখে পড়বে বাসঃ বাস স্ট্যান্ডে নেমে পশ্চিম দিকের (শহরের দিকে যে রাস্তা চলে গেছে) প্রধান সড়ক বরাবর হেটে গেলে ২ মিনিটের মধ্যেই হাতের ডান দিকে অফিসের নাম সম্বলিত বোর্ড চোখে পড়বে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জয়পুরহাট হাবিব ম্যানসন, হারাইল (তথ্য অফিসের সামনের ভবন), বাগিচাপাড়া, সদর রাস্তা, জয়পুরহাট